আপওয়ার্ক একাউন্ট খোলার নিয়ম জানুন সহজেই
আপওয়ার্ক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত জ্ঞান অনেকেরই নেই। ফ্রিল্যান্সিংএ ক্যারিয়ার গড়ার, কাজ করার চিন্তা ভাবনা থাকলেও শুধুমাত্র আপওয়ার্ক একাউন্ট খুলতে না পারার কারনে বেশিরভাগ মানুষ অনলাইনে কাজ করতে পারেন না।
আজকের আর্টিকেলে আমরা আপওয়ার্ক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, সেই সাথে থাকবে গাইডলাইন। তাই আপনি যদি আপওয়ার্ক একাউন্ট খুলতে চান তাহলে আর্টিকেলটি ভালোভাবে পড়ুন।
আরও পড়ুন: চুলের যত্নে স্বর্নলতা গাছের উপকারিতা সম্পর্কে জানুন
পেজ সূচিপত্র : আপওয়ার্ক একাউন্ট খোলার নিয়ম
- আপওয়ার্ক একাউন্ট খোলার নিয়ম
- কিভাবে আপওয়ার্ক একাউন্ট এপ্রুভ পাওয়া যায়
- আপওয়ার্ক মার্কেটপ্লেস কী
- আপওয়ার্কে কিভাবে কাজ পাওয়া যায়
- আপওয়ার্ক মার্কেটপ্লেসে কখন কাজ শুরু করব
- আপওয়ার্ক থেকে ইনকাম করার সহজ উপায়
- আপওয়ার্ক থেকে টাকা তোলার উপায়
- কিভাবে আপওয়ার্কে ভালো বীড পাওয়া যায়
- কি কি কারনে আপওয়ার্ক একাউন্ট বাদ পড়ে যায়
- লেখকের শেষ কথাঃ আপওয়ার্ক একাউন্ট খোলার নিয়ম
আপওয়ার্ক একাউন্ট খোলার নিয়ম
আপওয়ার্ক একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানা জরুরি কারন ফ্রিল্যান্স মার্কেটপ্লেসের মধ্যে জনপ্রিয় মার্কেটপ্লেস "আপওয়ার্ক" এ কাজ পাওয়ার জন্য সকলেরই আগ্রহ থাকে অনেক বেশি। তাই কাজ পাওয়া, নিজের জায়গা ধরে রাখা এবং সফল হওয়ার জন্য প্রতিযোগিতা চলতে থাকে প্রতিনিয়ত। একটি সঠিক, নির্ভুল এবং ভালো একাউন্ট এই প্রতিযোগিতায় টিকে থাকতে আপনাকে অনেকটাই সাহায্য করবে। তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে আপওয়ার্কে একাউন্ট খুলতে হয় -
- ওয়েবসাইটে প্রবেশ : প্রথমে গুগল/ক্রোম ব্রাউজার থেকে আপওয়ার্কের ওয়েবসাইট https://www.upwork.com এ প্রবেশ করুন। (আপনি চাইলে এই লিংক থেকেও প্রবেশ করতে পারবেন) এছাড়াও আপনি প্লে স্টোর থেকে Upwork for Freelancers এ্যাপস টি ডাউনলোড করে কাজ করতে পারেন।
- Sign up : ওয়েবসাইটে প্রবেশের পর আপনাকে সাইন আপ করতে হবে। এজন্য ওয়েবসাইটের ডান পাশে একদম উপরের "Sign Up" নামের বাটনে ক্লিক করতে হবে। এরপর দুইটি অপশন আসবে, প্রথমটি "I'm a client" এবং দ্বিতীয়টি "I'm a freelancer" এখানে থেকে দ্বিতীয় অপশন টি সিলেক্ট করে নিচের "Apply as a freelancer" বাটনে ক্লিক করুন। এরপর একটি ফরম আসবে।
- ফরম পূরন : এই ফরমটি অবশ্যই ১০০% নির্ভুল তথ্য দিয়ে পূরণ করতে হবে। এখানে শুরুতে "First name " অপশনে আপনার নাম এবং "Last name" অপশনে আপনার sirname/ পদবি দিন ঠিক যেভাবে আপনার জাতীয় পরিচয়পত্রে দেওয়া আছে। এরপর ইমেইল এড্রেস অপশনে একটি সঠিক এবং সক্রিয় ইমেইল এড্রেস প্রদান করুন।
- পাসওয়ার্ড প্রদান : ই-মেইল এড্রেস দেওয়ার পর নিচে পাসওয়ার্ড প্রদান করতে হবে। এখানে আপনাকে ৮ সংখ্যার একটি শক্তিশালী পাসওয়ার্ড প্রদান করতে হবে। শক্তিশালী পাসওয়ার্ড বানানোর জন্য আপনি ছোট হাতের অক্ষর, বড় হাতের অক্ষর, নাম্বার, চিহ্ন ব্যবহার করতে পারেন।
- পাসওয়ার্ড প্রদানের পর "Country " বাংলাদেশ সিলেক্ট করুন। আপনি অন্য দেশ থেকে কাজ করলে এখানে সেই দেশের নাম দিতে পারেন। এরপর "Create my account " অপশনে ক্লিক করুন।
- ইমেইল ভেরিফিকেশন: ফরম সাবমিট করার পর ইমেল ভেরিফিকেশনের জন্য আপওয়ার্ক থেকে মেইল আসবে। আপনার প্রদত্ত ইমেইল একাউন্ট থেকে এই মেইলটি চেক করুন। মেইলে "Verify email " অপশনে ক্লিক করলেই আপনার ইমেইল ভেরিফিকেশন সম্পন্ন হবে।
- ইমেইল ভেরিফিকেশনের পর একটি ইন্টারফেস শো করবে। আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করার পারমিশন নেওয়ার জন্যই মূলত এই ইন্টারফেস। এখান থেকে আপনি "Get started" বাটনে ক্লিক করবেন।
- প্রশ্নের উত্তর দেওয়া: এরপর আপনাকে কিছু প্রশ্ন করা হবে যেমন : Have you freelanced before? এই প্রশ্নের উত্তরে আপনি নতুন হলে "I'm brand new to this" হালকা কাজ জানা থাকলে "I've some experience" আর আপনি যদি এক্সপার্ট হয়ে থাকেন তাহলে "I'm an expert" সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করুন। এরপরে প্রশ্ন : How would you like to work? এর উত্তরে I'd like to find opportunities myself ক্লিক করে নেক্সট করুন।
- এরপরের কাজটি অনেক গুরুত্বপূর্ণ। প্রশ্নোত্তর পর্ব শেষ হলে একটি ইন্টারফেস আসবে যেখানে আপনার নিজের সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করতে হবে। কোনো একাউন্ট লিংক করতে চাইলে এই পর্যায়ে আপনি তা করতে পারেন। তারপর Fill out manually অপশনটি ক্লিক করে নেক্সট ধাপে চলে যান।
- এখন আপনি যে বিষয়ের উপরে কাজ করতে চান তা সিলেক্ট করুন। Your professional role অপশনের নিচের বক্সে আপনার কাঙ্ক্ষিত বিষয় যেমন : গ্রাফিক্স ডিজাইন, কোডিং, মার্কেটিং, ব্লগিং ইত্যাদি সিলেক্ট করুন যে বিষয়ে আপনার দক্ষতা আছে আপনি কাজ করতে চান।
- Experience add: আপনার যদি অভিজ্ঞতা থেকে থাকে তাহলে সেই বিষয়ের বিস্তারিত তথ্য এখানে প্রদান করবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে যে বিষয়ে কাজ করতে চান সেই বিষয়ের কিছু প্রাথমিক তথ্য এখানে দিয়ে আপনার অভিজ্ঞতা জানাবেন যদিও এটি ভেরিফাই করা হবে না।
- আপনার শিক্ষাগত যোগ্যতা বর্ননা করে পরের ধাপের ফর্মটি পূরন করুন। এরপর ভাষা সিলেক্ট করে পরের ধাপে গিয়ে নিজের বায়ো লিখুন। এক্ষেত্রে আপনি কয়েকটি একাউন্ট থেকে তাদের বায়ো পড়ে একটি ধারনা নিতে পারেন। যখন একজন ক্লায়েন্ট আপনার প্রোফাইল ভিজিট করবে তখন আপনার বায়ো তাকে আকৃষ্ট করবে এবং সে কাজ দেওয়ার জন্য আপনাকে সিলেক্ট করবে। তাই বায়ো নির্ভুল এবং আকর্ষণীয় হওয়া জরুরী।
- আপনি কত রেটে কাজ করতে চান, কিভাবে কাজ করবেন এমন সব খুটিনাটি বিষয়ে তথ্য দিয়ে পরের ধাপে প্রোফাইল ইডিট করুন। প্রোফালে আপনার ছবি আপলোড করতে হবে। ছবি আপলোড করার পর আপনার কান্ট্রি, ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে রিভিউ ইনফরমেশন বাটনে ক্লিক করলেই আপনার প্রোফাইল তৈরি হয়ে যাবে এবং আপনার দেওয়া সব তথ্য এখানে শো করবে। আপনার যদি কোনো তথ্য ইডিট করতে হয় তাহলে এই ধাপে আপনি তা করতে পারেন। অতঃপর সব ঠিকঠাক থাকলে সাবমিট প্রোফাইল বাটনে ক্লিক করলেই আপনার একাউন্ট তৈরি হয়ে যাবে।
কিভাবে আপওয়ার্ক একাউন্ট এপ্রুভ পাওয়া যায়
আপওয়ার্ক মার্কেটপ্লেস কী
আপওয়ার্কে কিভাবে কাজ পাওয়া যায়
আপওয়ার্ক মার্কেটপ্লেসে কখন কাজ শুরু করব
- স্কিল বা দক্ষতা বৃদ্ধি: আপনি যদি এমন কোন কাজে অভিজ্ঞ হন যার চাহিদা আপওয়ার্কে আছ তাহলে আপনি কাজ শুরু করতে পারেন যেমন ভিডিও এডিটিং,গ্রাফিক্স ডিজাইন, ডাটা এন্ট্রি ইত্যাদি । এগুলো যদি নিজে রিয়েল প্র্যাকটিস করে থাকেন তাহলেই আপনি এই কাজ শুরু করতে পারেন।
- প্রফাইল প্রস্তুত : কাজ শুরু করার পূর্বে কাজ পাওয়ার জন্য সবচাইতে বেশি ভূমিকা পালন করে প্রোফাইল। আপনাকে প্রোফাইলটা এমন ভাবে তৈরি করতে হবে যখন কোন ক্লাইন্ট আপনার প্রোফাইল দেখবে সাথে সাথেই যেন সে বুঝতে পারে যে আমার সমস্যার সমাধান এখানেই হবে। একটি প্রফেশনাল প্রোফাইল, ভালো টাইটেল ,এবং ভালো ডিস্ক্রিপশন থাকলে আপওয়ার্কে আপনি কাজ শুরু করতে পারেন।
- মানসিক প্রস্তুতি: ধৈর্য, এই প্লাটফর্মে কাজ করার জন্য প্রত্যেক ফ্রিল্যান্সারের সফল হওয়ার মূল অস্ত্র হচ্ছে ধৈর্য কারণ ধৈর্য ছাড়া এই প্লাটফর্মে কখনোই সফলকাম হওয়া যাবে না। এখানে সাথে সাথে কাজ পাওয়া সম্ভব হয় না মাঝে মাঝে ৩০-৪০ টা প্রস্তাব পাঠানোর পরেও কাজ পাওয়া যায় না কিন্তু এই সময় যদি আপনি ধৈর্যহারা হন আর যদি ভাবেন যে আমার দ্বারা এখানে হবে না তাহলে আপনার এখনো কাজ শুরু করার সময় হয় নাই। এই সময়গুলোতে যদি আপনি ধৈর্য ধরতে পারেন তাহলে আজই আপনি আপওয়ার্ক মার্কেটপ্লেসে কাজ শুরু করতে পারেন।
আপওয়ার্ক থেকে ইনকাম করার সহজ উপায়
- প্রোফাইল তৈরি : নিজেকে সঠিকভাবে উপস্থাপন করা এবং কৌশল করে কাজ খোঁজা। একটা কথা মাথায় রাখতে হবে আমরা যতই কাজ পারি না কেন ওই কাজটা যদি ক্লাইন্টকে সঠিকভাবে বুঝিয়ে দিতে না পারি তাহলে আমরা কখনোই ইনকাম করতে পারবোনা। এইজন্য আমাদের প্রোফাইলটা এমন ভাবে তৈরি করতে হবে যাতে করে ক্লায়েন্টের কাছে আমরা বিশ্বস্ত হতে পারি এবং তার দেওয়া কাজ করার মাধ্যমে আমরা ইনকাম করতে পারি।
- সাধারণ স্কিল দিয়ে কাজ শুরু করা: যেসব কাজের চাহিদা বেশি সেসব কাজে স্কিল ডেভেলপ করতে পারলে খুব সহজেই আপওয়ার্কে কাজ পাওয়া যাবে। যেমন: Data entry, Video editing, Digital marketing, Web research, Social media posts, Translating, Coding, Graphic design ইত্যাদি কাজের চাহিদা সারা বিশ্বে অনেক বেশি।
- নিয়মিড বীড করা: আপওয়ার্ক থেকে টাকা ইনকাম না হওয়ার অন্যতম বাধা হলো আমরা যেই কাজ করি না কেন সেটা ক্লাইন্টকে বোঝাতে পারিনা। আপনি যদি প্রতিদিন পাঁচটি করে বীড তৈরি করে ও কপি পেস্ট না করে কাস্টমাইজ করে ক্লায়েন্টকে পাঠান এবং সুন্দর করে বুঝিয়ে দিতে পারেন তাহলে এখান থেকে আপনি সহজেই কাজ পাবেন ও ইনকাম করতে পারবেন।
- নিয়মিত অনলাইনে থাকা ও ক্লায়েন্টকে সন্তুষ্ট রাখা: ক্লায়েন্টের কোনো প্রয়োজনে যদি আপনাকে নক করে এবং আপনি তাতে সাড়া দিতে না পারেন তাহলে স্বাভাবিকভাবেই ক্লায়েন্ট আপনার উপর অসন্তুষ্ট থাকবে। তাই নিয়মিত অনলাইনে থাকতে হবে, ক্লায়েন্টের সাথে যোগাযোগ করতে হবে, ক্লায়েন্টের নির্দেশনা মেনে সঠিকভাবে কাজ করে ক্লায়েন্টকে সন্তুষ্ট করতে হবে তাহলেই আপওয়ার্কে সহজে ইনকাম করা যাবে।
আপওয়ার্ক থেকে টাকা তোলার উপায়
কিভাবে আপওয়ার্কে ভালো বীড পাওয়া যায়
কি কি কারনে আপওয়ার্কে একাউন্ট বাদ পড়ে যায়
- আপনি যদি একই বীড বিভিন্ন ক্লাইন্টকে দেন এবং এটা যদি আপওয়ার্ক সিস্টেম জানতে পারে তাহলে আপনার একাউন্ট বন্ধ করে দিতে পারে।
- আপনি যদি কোন কনটেন্ট কোন আর্টিকেল এক কথায় কোথাও থেকে কপি করে পেস্ট করে দেন অথবা কারো কোন কপিরাইট চুরি করে ব্যবহার করেন এর কারণেও অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।
- কেউ নিজের প্রচারের জন্য প্রোফাইলে ভুয়া তথ্য প্রদান করলে ক্লাইন্ট যদি তার বিরুদ্ধে রিপোর্ট দেয় তাহলে এর কারণেও একাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।
- আপওয়ার্কে যে ইনকাম হয় সেটা আপওয়ার্কের মাধ্যমেয় গ্রহণ করতে হয় কিন্তু যদি কেউ অন্য কোন মাধ্যমে পেমেন্ট নিতে চায় যেমন বিকাশ বা প্যেপল তখন আপওয়ার্কের নিয়ম লঙ্ঘন করার কারনে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায়।
ফ্রিলার্নিং আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url