কানাডা ভিসা ফি ফ্রম বাংলাদেশ
কানাডা ভিসা ফি ফ্রম বাংলাদেশ থেকে কানাডা যেতে কয়েকটি বিষয়ের উপর
ভিত্তি করে খরচ নির্ভর করে, সেগুলো হলো মেডিকেল পরীক্ষা ফি, বায়োমেট্রিক ডেটা
সংগ্রহ,ইমিগ্রেশন এজেন্ট ও এজেন্সি বা দালালের খরচ।
কানাডা মানুষ বিভিন্ন উদ্দেশ্যে যেয়ে থাকে। সেগুলো হলো কেউ ওয়ার্ক পারমিটের
আশায়, কেউ পড়াশোনার উদ্দেশ্যে আবার কেউ ভ্রমণ কিংবা চিকিৎসার উদ্দেশ্যে। চলুন
তাহলে আজকে আমরা জেনে নেই কানাডা যেতে কত খরচ হবে এবং এর ভিসা সম্পর্কিত সকল
তথ্য।
কানাডা ভিসা ফি ফ্রম বাংলাদেশ
কানাডা ভিসা ফি ফ্রম বাংলাদেশ থেকে কানাডা মানুষ বিভিন্ন উদ্দেশ্যে যেয়ে
থাকে।সেগুলো হলো কেউ হয়তো ওয়ার্ক পারমিটের আশায়, কেউ পড়াশোনার উদ্দেশ্যে আবার
কেউ হয়তো কৃষি বিষয়ক উদ্দেশ্যে আবার কেউ হয়তো ভ্রমণ কিংবা চিকিৎসার
উদ্দেশ্যে।উদ্দেশ্যের উপর নির্ভর করে কানাডা যাওয়ার খরচ নির্ভর করে। চলুন তাহলে
নিচে জেনে নেই কোন উদ্দেশ্যে কানাডা যাওয়ার খরচ কত।
কানাডা যাওয়ার সম্পূর্ণ খরচ নির্ভর করে কানাডা যাওয়ার ভিসা ক্যাটাগরির উপর।যেমন
কৃষি ভিসা, টুরিস্ট ভিসা, জব কিংবা ওয়ার্ক পারমিট ভিসা এবং স্টুডেন্ট ভিসা
ইত্যাদি। তাই এসব ক্যাটাগরির উপর নির্ভর করে কানাডা যাওয়ার খরচ নির্ভর
করে।
টুরিস্ট ভিসার জন্য কানাড়া যেতে খরচ হবে ৪ লক্ষ টাকা, স্টুডেন্ট ভিসায় ৫ লক্ষ
টাকা, ওয়ার্ক পারমিট ভিসা ১২ লক্ষ টাকা এবং কৃষি ভিসাই ৮ লক্ষ টাকা।তবে এ
খরচ নির্ভর করে ডলারের দাম অনুযায়ী।
কানাডা ভিসা আবেদন ফরম 2025
কানাডা ভিসা আবেদন ফরম ২০২৫ সালে কানাডা যাওয়ার জন্য অনলাইন কিংবা অফলাইন ভিসার
জন্য আবেদন ফরম সংগ্রহ করতে হয়। এ আবেদন ফরম সংগ্রহ করা বাধ্যতামূলক। আবেদন ফরম
সংগ্রহ করার জন্য নিম্নোক্ত বিষয়গুলো মাথায় রেখে আবেদন সংগ্রহ করতে হবে। চলুন
তাহলে জেনে নেওয়া যাক কোন বিষয়গুলো মাথায় রেখে আবেদন ফরম সংগ্রহ করতে
হবে।
কানাডা ভিসায় আবেদন করার জন্য নিচে নিয়ম গুলো অনুসরণ করতে হবে :
কানাডা বিষয় আবেদন করার জন্য অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। অনলাইনে আবেদন
করার জন্য কানাডা ভিসার অফিসিয়াল ইমিগ্রেশন ওয়েবসাইটে পেজে গিয়ে তার সম্পন্ন
করতে হবে। নিচে দেওয়া ধাপ গুলো অনুসরণ করে কানাডা ভিসা আবেদন প্রক্রিয়া সম্পন্ন
করতে হয়। চলুন তাহলে ধাপগুলো জেনে নেই :
- কানাডা ইমিগ্রেশন ওয়েবসাইটে ভিজিট করার পর সেখানে গিয়ে menu ক্লিক করতে হবে। তারপর সেখান থেকে Immigration and citizenship অফশন সিলেক্ট করে my application অপশনে ক্লিক করতে হবে।
- কানাডা ভিসা স্বপ্ন করার জন্য IRCC অ্যাকাউন্ট তৈরি করা লাগে। এজন্য আপনাকে 'sing in or create an account to apply' অপশনে গিয়ে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করলেই জিমেইল ভেরিফিকেশন হয়ে যাবে, এজন্য আপনাকে ওটিপি কোড টি সঠিকভাবে বসাতে হবে।
- এরপর find an application form অপশনে গিয়ে ক্লিক করতে হবে।আপনি কোন ক্যাটাগরি ভিসায় যেতে চাচ্ছেন সে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আপনার সকল প্রয়োজনীয় সকল কাগজপত্র জমা দিয়ে সঠিকভাবে অনলাইনে ফরমটি পূরণ করতে হবে।
- আবেদন ফরম পূরণ করার পর কানাডা ভিসার ফি পরিশোধ করতে হবে। এই পদ্ধতি গুলো অবলম্বন করে কানাডা ভিসা আবেদন ফরম সম্পন্ন করতে হয়।
ফ্রিলার্নিং আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url